এইচএসসি-২০২০ ফরম পূরণ অনলাইনে ১২-২২ ডিসেম্বর


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৯, ২০১৯, ৯:৩৯ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৮ অপরাহ্ন /
এইচএসসি-২০২০ ফরম পূরণ অনলাইনে ১২-২২ ডিসেম্বর

এইচএসসি-২০২০ পরীক্ষার ফরম পূরণ হবে অনলাইনে, ১২ থেকে ২২ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। এ নির্ধারিত সময় শেষে বিলম্ব ফি জমা দিয়ে ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

ফরম পূরণ ফি ২৩ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে। আর যারা বিলম্ব ফি (১০০ টাকা) দিয়ে ফরম পূরণ করবে, তারা ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ফি জমা দিতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে, এইচএসসির টেস্ট পরীক্ষার ফল ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এইচএসসির কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কোন সিলেবাস থেকে কী পদ্ধতির প্রশ্ন করা হবে তাও জানাতে বলা হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফি বাবদ প্রতি পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেয়া হবে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থীকে ৪০০টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে।

অনলাইনে ফরম পূরণের নিয়ম, সময়সীমার তালিকা, নতুন ও পুরনো পরীক্ষার্থীদের সিলেবাস-সহ বিস্তারিত জানা যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ৬ পৃষ্ঠার এ বিজ্ঞপ্তিতে- dhakaeducationboard.gov.bd/data/20191128110343815747.pdf

Rate this post