একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ১৬ জুন


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ১২, ২০১৬, ১০:৫৯ পূর্বাহ্ন / আপডেট: জুন ১৭, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন /
একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ১৬ জুন

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ১৬ জুন ২০১৬ তারিখে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রকাশ হবে।
ভর্তিচ্ছুদের জন্য নোটিশ :
১। একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল ১৬ই জুন ২০১৬ তারিখে অনলাইনে প্রকাশিত হবে।
২। শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাবে। শিক্ষার্থীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
৩। এছাড়া আবেদন এর সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও সংক্ষিপ্ত ফলাফল পাওয়া যাবে।
৪। শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবে।
৫। যে সব শিক্ষার্থী কোন কলেজে ‘বিশেষ কোটা’ (SQ) এর জন্য আবেদন করেছে তাদেরকে ৯ জুন ২০১৬ তারিখের মধ্যে উক্ত কলেজে SQ এর প্রমাণাদি দাখিল করতে বলা হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষের জন্য নোটিশ :
১। যে কোন কলেজ তার EIIN ও Password দ্বারা College Section এ Login করে Dashboard দেখতে পারবে।
২। যে সব কলেজে ‘বিশেষ কোটা’ (SQ) রয়েছে, তাদেরকে ১০ই জুন ২০১৬ তারিখের মধ্যে অনলাইনে SQ নিশ্চায়ন করতে হবে।

Rate this post