২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১০ মে ২০২০ তারিখ থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে ২৫ জুন ২০২০ পর্যন্ত। আজ (২৭ ফেব্রুয়ারি ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের সভায় শিক্ষামন্ত্রী দীপু মনির উপস্থিতিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-আর-রশিদ গণমাধ্যমকে জানান, এ বছর (২০২০) এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে না, শুধু অনলাইনে আবদেন করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের সময় পছন্দক্রম বা চয়েজ লিস্টে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবে।
৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ছাড়া এ বছর আর কোনো কোটা থাকবে না।
তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অসামান্য পারফরম্যান্স (পুরস্কারপ্রাপ্ত) থাকা শিক্ষার্থী এবং প্রবাসীর সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য গতানুগতিক পদ্ধতিতে সরাসরি শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকা এবং আবেদনকারীর অন্যান্য বিষয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।