কলেজের একাদশ শ্রেণির বেতন জানুয়ারি মাস থেকেই নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। সারা দেশের কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। এরই মধ্য একাদশ শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন জানুয়ারি থেকে আদায়ের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড এই সংক্রান্ত এক বিজ্ঞপিতে এই নির্দেশনা দিয়েছে।
Advertisement
Advertisement
২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
Advertisement
Advertisement
ভর্তি নীতিমালা অনুসরণ করেই বেতন আদায়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক বেতন ২০২৩ সালের জানুয়ারি থেকে আদায় করতে হবে।
Advertisement
উল্লেখ্য, অনলাইন আবেদনের মাধ্যমে কলেজে ভর্তির জন্য নির্ধাচিতদের (২ ধাপের) মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। এখন ৩য় ধাপের আবেদন কার্যক্রম শুরু চলছে। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এরপর ৯ ও ১০ জানুয়ারি ২০২৩ তারিখে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়।
Advertisement
পছন্দক্রম অনুযায়ী, প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয় ১২ জানুয়ারি ২০২৩ তারিখে। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হয়। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে। তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি চলবে ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।