একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত স্থগিতাদেশ শুধু নটরডেমের জন্য প্রযোজ্য

কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ সংশোধন (মডিফিকেশন) করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশের কারণে রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড – ঢাকার কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ স্থগিত করেছে। যেসব শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য এসএমএসের মাধ্যমে আবেদন করেছিল, তাদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৬ জুন প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি।
সোমবার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা নিয়ে হাইকোর্টের ওই আদেশ শুধুমাত্র ঢাকার নটরডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ, নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার ভিত্তিতে এবং বাকি সব কলেজে জিপিএ’র ভিত্তিতে ফলাফল প্রকাশ ও ভর্তি করা যাবে।
উল্লেখ্য, গত ১৬ মে কলেজে ভর্তি বিষয়ক একটি নীতিমালা ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে কলেজে শিক্ষার্থী ভর্তি করতে হবে। অর্থাৎ কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। এ নীতিমালা চ্যালেঞ্জ করে নটরডেম কলেজ কর্তৃপক্ষ গত ৩০ মে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।