এক দিনে তিন পরীক্ষা, বিপাকে প্রার্থীরা


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২৩, ২০১৩, ৮:৩৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন / ১০
এক দিনে তিন পরীক্ষা, বিপাকে প্রার্থীরা

একই দিনে তিনটি নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে প্রার্থীরা। প্রার্থীরা অভিযোগ করেন, একই দিন একাধিক নিয়োগের পরীক্ষা থাকায় তারা কোনটি ছেড়ে কোনটিকে অংশ নেবেন, তাও সীদ্ধান্ত নিতে পারছেন না।
উল্লেখ্য, ২৬ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং শাহাজালাল ইসলামী ব্যাংকে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় শাহাজালাল ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিকেলে কাছাকাছি সময়ে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে অনেক প্রার্থী দুদকে নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষায় নির্বাচিত হয়েছেন। তারা ২৬ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে একই দিন চাইলেও অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকছে না তাদের।
এদিকে দুদক সূত্র জানায়, নিয়োগের লিখিত পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই এ পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।  বাংলাদেশ ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংক সূত্রও পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানায়।

Rate this post