এনএসআই নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ [NSI result 2023 published]

এনএসআই নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ (NSI exam result 2023) প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল ১৬ জুলাই ২০২৩ তারিখে ওয়েবসাইটে (http://cnp.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে।

সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৩ হাজার ৩৯৬ জনকে লিখিত পরীক্ষার জন্য এবং ১৯৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

এনএসআই নিয়োগ ২০২৩

নিয়োগ কর্তৃপক্ষগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সম্ভাব্য সংস্থাজাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)
চাকরির ধরনসরকারি চাকরি
পদের সংখ্যা২৮৯টি
পদের ক্যাটাগরি১৭টি
প্রার্থীর বয়সসীমা১৮-৩০ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ এপ্রিল ২০২৩
আবেদন শুরুর তারিখ৩০ এপ্রিল ২০২৩
আবেদনের চূড়ান্ত শেষ তারিখ কবে?১৫ মে ২০২৩
আবেদনের লিংকhttp://cnp.teletalk.com.bd
NSI Job Circular 2023

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের লক্ষ্য এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সেই পরীক্ষার  ফলাফল প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৩ হাজার ৩৯৬ জনকে লিখিত পরীক্ষার জন্য এবং ১৯৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এনএসআই নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ (রেজাল্ট PDF)

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page