ভর্তি তথ্য

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আন্ডার গ্রেজুয়েট (স্নাতক) পর্যায়ে ভর্তির আবেদন করা যাবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই।

আবেদনের যোগ্যতা

  • SSC তে ন্যূনতম জিপিএ 4.0 (৪র্থ বিষয় ব্যতীত)।
  • HSC তে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে মোট জিপি 17.0/20 হতে হবে।

MIST ভর্তি পরীক্ষার ধরন

  • ক গ্রুপ=১০০ নম্বর (Written) এবং সময়: ২ ঘণ্টা । এবং খ গ্রুপের ড্রয়িং এর উপর আরো ১০০মার্ক্সের পরীক্ষা সময় ২ঘন্টা।
  • ক গ্রুপ=গণিত (৪০ নম্বর), পদার্থবিজ্ঞান (৩০ নম্বর), রসায়ন (২০ নম্বর) ও ইংরেজি (১০ নম্বর)

ভর্তি পরীক্ষার ফলাফল নির্ণয় পদ্ধতি

শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।পাশ মার্ক্স ৪০%।নেগেটিভ মার্কিং : নেইক্যালকুলেটর: আছেসেকেন্ড টাইম: আছে(তবে ৫% মার্ক্স কর্তন করা হয়)

আবেদন ফি

Unit A-এর জন্য ৮০০ টাকা এবং Unit B & Unit A+B এর জন্য ১০০০ টাকা।

আবেদনের তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ ফলাফল প্রকাশের পর প্রকাশ করবে Military institute of science and technology (MIST)।

MIST Admission Circular 2022

MIST admission circular 2022 pdf (2 pages) download link : https://mist.ac.bd/storage/files/storage/new%20files/R/r/MIST%20Admission%20Notice-2022%20Final.pdf

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page