এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর আশ্বাস

বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ও ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির নেতারা বদলি চালুর দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদের কাছে স্মারকলিপি গেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা দাবির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দেন।