২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ২০ থেকে ৩১ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ১০ জানুয়ারি ২০১৭ থেকে সারাদেশে একযোগে ক্লাশ শুরু হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা ও পছন্দের ভিত্তিতে দেশের ৩০টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে তিন হাজার ২১২ জন শিক্ষার্থী নির্বাচিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
মোট আসনের মধ্যে তিন হাজার ১২৮টি সাধারণ আসন, মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা এবং পুত্র-কন্যাদের সন্তানদের জন্য ৬৪টি ও পশ্চাদপদ এলাকার জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রয়েছে। একইসঙ্গে মেধার ভিত্তিতে ৬০০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
এদিকে, যারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান, তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এমবিবিএস কোর্সে নির্বাচিতদের ভর্তি প্রক্রিয়া ২০ থেকে ৩১ অক্টোবর
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review