এশিয়ান ইউনিভার্সিটির ৩ ক্যাম্পাস বন্ধ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ২৯, ২০১৩, ৯:১৪ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ২১
এশিয়ান ইউনিভার্সিটির ৩ ক্যাম্পাস বন্ধ

এশিয়ান ইউনিভার্সিটির রাজশাহী ও খুলনা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ‘বিশেষ’ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। দৈনিক পত্রিকাতেও এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একই সঙ্গে ঢাকার মতিঝিল ক্যাম্পাসও বন্ধ করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব আউটার ক্যাম্পাস বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
রাজশাহী ও খুলনা ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঢাকার মূল ক্যাম্পাসে (উত্তরা) যোগাযোগের পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম যথারীতি চালু আছে।

Rate this post