২০১২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল (৭ মে ২০১২)। অনলাইনের পাশাপাশি মোবাইলেও জানা যাবে ফলাফল। গ্রামীণফোন সংযোগ থেকে ফলাফল পেতে এসএমএস করুন এভাবে− হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন (যেমন- ঢাকা হলে DHA)। এবার রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে বছরটি (২০১২) লিখুন। তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি মেসেজে পেয়ে যাবেন ফলাফল। উল্লেখ্য, আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই জানা যাবে এই ফলাফল। ওয়েবসাইটে ফল জানতে ভিজিট করুন- www.educationboardresults.gov.bd
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24