এসএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৯.০৩%


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ৯, ২০১৩, ১২:৪২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন / ১৮
এসএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৯.০৩%

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (৯ মে)। এ পরীক্ষায় পাশের হার ৮৯.০৩ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১,২২৬ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২.৬৬ শতাংশ। গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৯,০১৪ জন।
বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
বেলা ২টায় শিক্ষার্থীরা ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
এসএমএসে ফলাফল
মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে পরীক্ষার নাম (SSC / Dakhil) লিখে স্পেস দিয়ে ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে স্পেস দিয়ে বছর (2013) লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেভাবে টাইপ করবেন মেসেজ :
SSC <space> Dha <Space> Roll <Space> Year
পুনঃনিরিক্ষণ
যারা কাঙ্খিত ফলাফল পায়নি, তারা চাইলে এসএমএসের মাধ্যমে পুনঃনিরিক্ষণ করতে পারবে, ১০ মে থেকে ১৬ মে’র মধ‌্যে।

Rate this post