এসএসসির ফলাফল ১৭ মে

২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ১৭ মে প্রকাশ করা হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা সূত্র এ তথ্য জানায়৷
এর আগে, ১৭ ও ১৮ মে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ এরপর ১৭ মে ফলাফল প্রকাশের
‌ব্যাপারে অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এবারের পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ ৮টি বোর্ডে পরীার্থীর সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২ হাজার ৪২৩ জন।