এসএসসির ফলাফল ২৯ মে'র মধ্যে
২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ মে’র মধ্যে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৯ মে’র মধ্যে ফল ঘোষণার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ।
ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এবারের পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ ৮টি বোর্ডে পরীার্থীর সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২ হাজার ৪২৩ জন।
উল্লেখ্য, গত ২২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সাধারণত, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়।