২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে আর এইচএসসি পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে। সারাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে আর এইচএসসি পরীক্ষা নভেম্বরে নেয়ার কথা ১৭ জুলাই ২০২২ তারিখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বন্যার কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের স্থগিত করা হয়। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এই পরীক্ষা শুরুর তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ নির্ধারণ করা হয়। খুব শিগগিরই এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের যত পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশ কিছুসংখ্যক বাড়তি বই রয়েছে। সেগুলোই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বই যাচ্ছে সুনামগঞ্জে। আর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বই দেওয়া হচ্ছে সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে।
পরীক্ষা : | মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান |
সাল : | ২০২২ |
পরীক্ষার্থী : | ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন |
পরীক্ষা শুরুর তারিখ : | ১৫ সেপ্টেম্বর ২০২২ |
এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, এখনো সিলেটের কিছু প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র আছে। তবে চলতি জুলাই মাসের মধ্যেই সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত হয়ে যাবে। যেসব শিক্ষার্থীদের বইপত্র নষ্ট হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিআরসিএ) থেকে তাদের জন্য বই পাঠানো হচ্ছে।
সিলেটের পানি দ্রুত কমছে। তবে ছাতক ও সুনামগঞ্জের কিছু স্কুল এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। ২০ জুলাই ২০২২ তারিখে স্কুল খুলবে। এর মধ্যেই আশ্রয়কেন্দ্রের লোকজন নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ১৯ জুন ২০২২ থেকে শুরু হওয়ার কথা থাকলেও জুনের মাঝামাঝিতে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। ২৯ হাজার ৫৯১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০ কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের এই পাবলিক পরীক্ষায় অংশ নেবে।
১৭ জুলাই ২০২২ তারিখে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে তিনি নিশ্চিত করে জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর শিগগিরই এসএসসি ও সমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রী সংখ্যা বেশি ২ হাজার ৮৪৬ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত দুটি পাবলিক পরীক্ষার মাঝখানে দুই মাস সময় লাগে। সে অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শুরুর কথা। তবে বোর্ডগুলোর একটু কষ্ট হলেও ৪৫ দিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতে পরীক্ষা আয়োজন করতে চাচ্ছি।
পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিবর্তনের নিয়ম [ছাড়পত্র / TC form]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ [DLRS circular PDF]
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf