২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার হরতালের কারণে কয়েক দফা পিছিয়েছে। তবে মার্চ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
- এসএসসির স্থগিত হওয়া ৮ মার্চের পরীক্ষা ২৭ মার্চ সকাল ৯টায় এবং ১০ মার্চের পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১১ মার্চের স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
-
৩ মার্চের স্থগিত হওয়া পরীক্ষা ২০ মার্চ (শুক্রবার) সকাল ৯টায় এবং ৪ মার্চের স্থগিত পরীক্ষা ২১ মার্চ (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১১ মার্চ অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
- লাগাতার হরতালের কারণে ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অাজ (শনিবার) জানানো হয়, স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
- টানা হরতালের কারণে ১ মার্চ (রবিবার) এবং ৩ মার্চের (মঙ্গলবার) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
- হরতালের কারণে ১৮ ফেব্রুয়ারির (বুধবার) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
- ৭২ ঘণ্টা হরতাল ঘোষণা করায় রবিবারের (১৫/২/২১০৫) এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
- হরতালে ১২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে জানানো হয়।
- ৭ ফেব্রুয়ারি (শনিবার) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার)। ১০ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি (শনিবার)।
- এর আগে, ২ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার সকাল ৯টা) নির্ধারণ করা হয়েছিল। ৪ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায়।
সর্বশেষ আপডেট : ২১/৩/২০১৫