এসএসসি পরীক্ষার ফলাফল ৯ মে

২০১৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৯ মে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য জানান।
তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম। সে হিসেবে ৯ মে ৬০ দিন পূর্ণ হবে। অর্থাৎ এ সময়ের মধ্যেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখিত তারিখে ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। মার্চের ২য় সপ্তাহে এ পরীক্ষা শেষ হয়।