এসএসসি পরীক্ষার ফল ৯ মে
বৃহস্পতিবার (৯ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম মঙ্গলবার দুপুরে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এর আগে ৯ মে ফল প্রকাশের ঘোষণা দিলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল হরতাল ডাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা সংশয়ে পড়েন। সারাদেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অধীর আগ্রহে এই ফলের অপেক্ষায় রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
দেশের প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণরাই এবার এবার মাধ্যমিক পরীক্ষা দেয়। ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। হরতালের কারণে এবার পাঁচ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়েছিল।