দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ১৭ জুন গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
Advertisement
Advertisement
১৯ জুন থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার ফলে এই তারিখ থেকে আর পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন রুটিন প্রকাশ করা হলে পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে জানা যাবে।
Advertisement
এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন।
- Advertisement -
- Advertisement -
উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এখনও নেওয়া সম্ভব হয়নি। গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।
- Advertisement -
- Advertisement -
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
ঈদের পরে তিন বিষয় এ পরিক্ষা হলে ভালো হতো