এসএসসি ফলাফল-২০২০ প্রকাশ হয়েছে। ৩১ মে সকাল ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে অনলাইনে প্রকাশিত হয়েছে। এ বছর প্রথমবারের মতো প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।
অনলাইনে ফলাফল যেভাবে : অনলাইনে এসএসসি ফলাফল-২০২০ জানা যাবে এই ওয়েবসাইটে : http://www.educationboardresults.gov.bd/ (রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দরকার হবে) অথবা, https://eboardresults.com/app/stud/ (রোল নাম্বার দরকার হবে)
প্রাপ্ত জিপিএ জানার পাশাপাশি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল বা মার্কশিট পাওয়া যাবে উল্লিখিত ওয়েবসাইট থেকে।
পুনঃনিরীক্ষণ : এ পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল পায়নি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে ১ থেকে ৭ জুন ২০২০ তারিখের মধ্যে, এসএমএসের মাধ্যমে।
পাশের হার : পরীক্ষায় পাসের হার ৮২.৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮৩.৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২.৫১ শূন্য ৩ ও কারিগরিতে ৭২.৭০ শতাংশ। এসএসসির সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০.৩৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।
মোবাইলে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং পুনঃনিরীক্ষণ আবেদন যেভাবে :
