এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন ২০২২


master সেপ্টেম্বর ১৭, ২০২২, ২:১৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন
এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন ২০২২

এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন ২০২২ (মডেল টেস্ট) নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টায়।

আরো দেখুন : ১৭ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২২ (বিভিন্ন বোর্ড)

এসএসসি ২০২২

পরীক্ষা : এসএসসি (SSC) / সমমান
মোট পরীক্ষার্থী : ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী
বোর্ড সংখ্যা :১১টি শিক্ষা বোর্ড
পরীক্ষা শুরুর তারিখ :১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টা
পরীক্ষার (তত্ত্বীয়) শেষ তারিখ :১ অক্টোবর ২০২২


এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২২ / ssc bangla 2nd paper suggestion 2022

অনুচ্ছেদ রচনা

  • *১. বিজয় দিবস / স্বাধীনতা দিবস
  • ২. যৌতুক প্রথা
  • ৩. বাংলা নববর্ষ
  • ৪. বৈশাখী মেলা / গ্রাম্য মেলা / পহেলা বৈশাখ
  • ৫. একুশে বইমেলা
  • ৬. পরিবেশ দুষণ
  • ৭. অতিথি পাখি
  • ৮. শিশুশ্রম
  • *৯. বই পড়া
  • ১০. শীতের সকাল
  • ১১. করোনা ভাইরাস
  • ১২. পদ্মা সেতু

ব্যক্তিগত পত্র / দরখাস্ত / পত্রিকায় প্রকাশের চিঠি

ব্যক্তিগত পত্ৰ

  • ১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে বন্ধকে চিঠি …
  • ২. এসএসসি পরীক্ষার পর কীভাবে অবসর দিন কাটাবে …
  • ৩. ছাত্রজীবনে শিক্ষা সফরের গুরুত্ব জানিয়ে পত্র …
  • ৪. বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে পত্র …
  • ৫. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ কর্মপন্থা জানিয়ে পত্র …

আবেদন পত্র / দরখাস্থ

  • ১. স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্র / দরখাস্ত লেখো।
  • ২. শিক্ষা সফরের যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র / দরখাস্ত লেখো।
  • ৩. দরিদ্র তহবিল / ছাত্রকল্যান তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন পত্র / দরখাস্ত লেখো।
  • ৪. আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় চেয়ারম্যান / পৌরসভা মেয়র বরাবর আবেদন পত্র / দরখাস্ত লেখো।
  • ৫. বিনা বেতনে অধ্যয়ন / প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্র / দরখাস্ত লেখো।

পত্রিকায় প্রকাশের চিঠি

  • ১. বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন …
  • ২. সড়ক দুর্ঘটনা …
  • ৩. দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতির ফলে জনজীবনে দুর্ভোগ …
  • ৪. নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি …
  • ৫. বিদ্যুৎ বিভ্রাট …

প্রতিবেদন

  • ১. স্বাধীনতা দিবস / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে
  • ২. স্কুলে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে
  • ৩. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কিত পত্রিকায় প্রকাশের জন্য
  • ৪. পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপন
  • ৫. লাইব্রেরি জরিপ সম্পর্কিত প্রতিবেদন
  • * ৬. খাদ্যে ভেজাল সম্পর্কিত প্রতিবেদন
  • ৭. সড়ক দুর্ঘটনা সম্পর্কিত পত্রিকায় প্রকাশের জন্য
  • ৮. মাদককে না বলুন সম্পর্কিত প্রতিবেদন
  • ৯. যানজট একটি ভয়াবহ সমস্যা সম্পর্কিত প্রতিবেদন

ভাবসম্প্রসারণ

  • ১. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
  • ২. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
  • ৩. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  • ৪. বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা
  • ৫. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে , বয়সের মধ্যে নয়
  • ৬. ভোগে নয় ত্যাগের প্রকৃত সুখ
  • ৭. অন্যায় যে করে আর অন্যায় যে সহে
  • ৮. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
  • ৯. স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
  • ১০. নানান দেশের নানান ভাষা

এসএসসি বাংলা ২য় পত্র মানবন্টন ২০২২

SSC mark distributions 2022 : https://dhakaeducationboard.gov.bd/data/20220301101001349079.pdf

…………………..

এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট ২০২২ (নমুনা প্রশ্ন)

  • বিষয় : বাংলা ২য় পত্র
  • বিষয় কোড : ১০২
  • সময় : ২ ঘণ্টা

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর: (ক) বৃক্ষরোপণ কর্মসূচি; (খ) খাদ্যদ্রব্যে ভেজাল। (মান ১০)

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ: (ক) মনে কর, তুমি ওয়াজীহ। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ। অথবা, (খ) প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র লেখ। (মান ১০)

৩। (ক) সারাংশ লেখ: জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার, দালানকোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না। বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায়, আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়।

জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ত। আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা, তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের। (মান ১০)

অথবা, (খ) সারমর্ম লেখ: দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ ব্যথা নাহি পায় কোনো, তারে দন্ডদান প্রবলের অত্যাচার। যে দন্ড বেদনা পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না। যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর: (ক) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। (খ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। (মান ১০)

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর: (ক) একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে তোমার এলাকার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ে প্রতিবেদন প্রস্তুত কর। অথবা, (খ) শিশু নির্যাতন ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর। (মান ১০)

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: (ক) মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার; (খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার; (গ) মানবকল্যাণে বিজ্ঞান। (মান ২০)

এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস ২০২২ (শর্ট সিলেবাস)

অধ্যায়শিক্ষাক্রমে উল্লিখিত শিখনফলবিষয়বস্তু (পাঠ ও পাঠের শিরােনাম)
১. দ্বিতীয় অধ্যায়প্রথম পরিচ্ছেদ১.১ বাংলা ধবনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে,১.২ বাংলা ধবনিগুলাের উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।ধবনিতত্ত্ব
২. দ্বিতীয় অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ১.৩ বাংলা ধবনি সমূহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে, বাংলা ধবনিগুলাের উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।ধ্বনির পরিবর্তন
৩. দ্বিতীয় অধ্যায়চতুর্থ পরিচ্ছেদ১.৫ বাংলা শব্দ গঠণের উপায় গুলাে বর্ণনা করতে পারবে।সন্ধি
৪. তৃতীয় অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে।দ্বিরুক্ত শব্দ
৫. তৃতীয় অধ্যায়তৃতীয় পরিচ্ছেদ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে।সংখ্যাবাচক শব্দ
৬. তৃতীয় অধ্যায়চতুর্থ পরিচ্ছেদ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে।বচন
৭. তৃতীয় অধ্যায়পঞ্চম পরিচ্ছেদ১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে।পদাশ্রিত নির্দেশক
৮. তৃতীয় অধ্যায়ষষ্ঠ পরিচ্ছেদ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। সমাস
৯. তৃতীয় অধ্যায়সপ্তম পরিচ্ছেদ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।উপসর্গ
১০, তৃতীয় অধ্যায়নবম পরিচ্ছেদ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলােচনা
১১. তৃতীয় অধ্যায়দশম পরিচ্ছেদ১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।তদ্ধিত প্রত্যয়
১২. তৃতীয় অধ্যায়একাদশ পরিচ্ছেদ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।শব্দের শ্রেণিবিভাগ
১৩. চতুর্থ অধ্যায়প্রথম পরিচ্ছেদ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।পদ-প্রকরণ
১৪. চতুর্থ অধ্যায়দ্বিতীয় পরিচ্ছেদ১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।ক্রিয়াপদ
১৫. চতুর্থ অধ্যায়পঞ্চম পরিচ্ছেদ১.৯ বিষয় ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়ােগ করতে পারবে।বাংলা অনুজ্ঞা
SSC bangla 2nd syllabus 2022

SSC 2022 bangla 2nd paper syllabus 2022

এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন ২০২২ - ssc bangla 2nd paper syllabus, suggestion and sample question 2022
SSC bangla 2nd paper short syllabus 2022

আরো পড়ুন : এসএসসি বাংলা ১ম পত্রের MCQ প্রশ্নের উত্তর ২০২২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App