এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ [সব বোর্ডের SSC board challenge result 2022] প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল পায়নি, তারা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সুযোগ পেয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে SSC পরীক্ষার্থীদের পুন:নিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করেছে দেশের সবগুলো শিক্ষা বোর্ড।
Advertisement
Advertisement
Advertisement
- এসএসসি পরীক্ষা ২০২২
- পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ১,১৮৭ জন
- সব বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ দেখুন
- এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.৪৪ শতাংশ
- এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ
- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- এসএসসি / ভোকেশনাল / দাখিল রেজাল্ট দেখার নিয়ম
- এসএসসি ফলাফল মার্কশিট সহ নাম্বার দেখার নিয়ম ২০২২
- নাম্বারসহ এসএসসি মার্কশিট ২০২২
- এসএমএস (sms) এর মাধ্যমে এসএসসির রেজাল্ট জানার নিয়ম
- মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট ২০২২
- কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ২০২২
- সব বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ - ssc result 2022 bangladesh [Video]
- এসএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর
- এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
- এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম
- বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক
এসএসসি পরীক্ষা ২০২২
পরীক্ষা : | মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান |
সাল : | ২০২২ |
পরীক্ষার্থী : | ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন |
পরীক্ষার তারিখ : | ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২ |
ফলাফলের ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
Advertisement
পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ১,১৮৭ জন
Advertisement
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১ হাজার ১৮৭ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ শিক্ষার্থী।
Advertisement
৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।
Advertisement
আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৫৮ জন, দিনাজপুরে ৮৯ জন, যশোরে ৪৩ জন, সিলেটে ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ৪৫ জন, কুমিল্লায় ১১৫ জন এবং বরিশালে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
Advertisement
অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৩৬ জন, দিনাজপুরে ৩৪ জন, যশোরে ৬১ জন, সিলেটে ৩৮ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ২৯ জন, কুমিল্লায় ৩৭ জন এবং বরিশালে ৪১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এসময় ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।
সব বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ দেখুন
দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড স্ব-স্ব ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও দাখিল / সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সকল বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি বিষয় বা পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করা হয়েছিলো।
এসএসসি পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২২ :
- ঢাকা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০০২ : এখান ক্লিক করুন।
- মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ পাওয়া যাবে এখানে।
- যশোর শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখতে এখানে ক্লিক করুন।
- কুমিল্লা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখা যাবে এখানে।
- বরিশাল বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখতে এখানে ক্লিক করুন।
- রাজশাহী বোর্ড এর পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখুন ২০২২ এখান থেকে।
- চট্টগ্রাম বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখা যাবে এখান থেকে।
- দিনাজপুর বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখতে এখানে ক্লিক করুন।
- সিলেট বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখা যাবে এখান থেকে।
- ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট দেখতে ২০২২ এখানে ক্লিক করুন।
- কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃ নিরীক্ষণ রেজাল্ট ২০২২ দেখতে এখানে ক্লিক করুন।
এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.৪৪ শতাংশ
২০২২ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল ফলাফল প্রকাশ, পাসের হার ৮৭.৪৪ শতাংশ। দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর (২০২১ সালে) এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।
২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।
এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশের নোটিশ
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি নোটিশ ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই নোটিশে ২৮ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশ করা হবে বলে বলা হয়েছে এবং Online ও SMS এর মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে, সেটিও জানানো হয়েছে।
![এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ [সব বোর্ডের result দেখুন] 7 এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ - এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ - ssc result 2022 - ssc mark sheet 2022 https://dhakaeducationboard.gov.bd http://www.educationboardresults.gov.bd](https://i0.wp.com/edudaily24.com/wp-content/uploads/ssc-result-notice-2022.jpg?resize=659%2C575&ssl=1)
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
SSC Result 2022 by SMS
- SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2021 and Send it to 16222
- Example: SSC DHA 123546 2021 and send it to 16222
For Dakhil Result
- Dakhil<Space> MAD <Space> Roll <Space> 2021 and Send it to 16222
- Example: Alim MAD 123456 2021 and send it to 16222
For Technical Board Result 2022
- SSC <Space> TEC <Space> Roll <Space> 2021 and Send it to 16222
- Example: SSC TEC 123456 2020 and send it to 16222
![এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ [সব বোর্ডের result দেখুন] 8 এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/](https://edudaily24.files.wordpress.com/2022/11/ssc-result-check-2022.jpg?resize=763%2C763)
এসএসসি / ভোকেশনাল / দাখিল রেজাল্ট দেখার নিয়ম
প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে SSC ও সমমানের ফলাফল জানা যাবে।
এসএসসি ফলাফল মার্কশিট সহ নাম্বার দেখার নিয়ম ২০২২
SSC result 2022 mark sheet with number :
নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd
নাম্বারসহ এসএসসি মার্কশিট ২০২২
নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd
এসএমএস (sms) এর মাধ্যমে এসএসসির রেজাল্ট জানার নিয়ম
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে [ SSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Yeat টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : SSC DHA 123456 2021
এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।
![এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ [সব বোর্ডের result দেখুন] 9 এস এস সি রেজাল্ট দেখার নিয়ম](https://i0.wp.com/edudaily24.com/wp-content/uploads/ssc-result-by-sms.jpg?resize=420%2C496&ssl=1)
শিক্ষা বোর্ডের জন্য কিওয়ার্ড সমূহ
- ঢাকা – Dha
- বরিশাল – Bar
- চট্টগ্রাম – Chi
- কুমিল্লা – Com
- যশোর – Jes
- রাজশাহী – Raj
- সিলেট – Syl
- দিনাজপুর – Din
- ময়মনসিংহ – Mym
- মাদরাসা – Mad
- টেকনিক্যাল – Tec
SSC<>Board এর ১ম ৩ অক্ষর<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ডের জন্য |
SSC<>MAD<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য |
SSC<>TEC<>Roll<>Year লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য |
মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট ২০২২
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ২০২২
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে Roll নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
সব বোর্ডের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ – ssc result 2022 bangladesh [Video]
এসএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর
এইচএসসি রেজাল্ট SMS ফরমেট
- > সাধারণ শিক্ষা বোর্ড:
- SSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- উদাহরণ: SSC DHA 123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > মাদ্রাসা বোর্ড:
- SSC<>MAD<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
- > টেকনিক্যাল বোর্ড:
- SSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।
প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।
প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।
প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)
প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)
ওয়েবসাইটে এসএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd
পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।
এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক
All education boards list (Bangladesh)
শিক্ষা বোর্ডসমূহের নাম | শিক্ষা বোর্ডসমূহের লিংক |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড | http://www.bteb.gov.bd |
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা | http://dhakaeducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম | http://www.bise-ctg.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা | http://www.comillaboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী | http://www.rajshahieducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর | http://www.jessoreboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল | http://www.barisalboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট | http://sylhetboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর | http://www.dinajpureducationboard.gov.bd |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ | https://www.mymensingheducationboard.gov.bd |