এসএসসি মডেল টেস্ট : ব্যবসায় উদ্যোগ


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০১৪, ১০:৪১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন / ৪২
এসএসসি মডেল টেস্ট : ব্যবসায় উদ্যোগ

বহু নির্বাচনী প্রশ্ন
[ পূর্ণমান : ৪০, সময় : ৪০ মিনিট ]
১। বাজার জরিপের মাধ্যমে একজন উদ্যোক্তা কী নির্বাচন করেন?
ক. দক্ষ শ্রমিক খ. সঠিক পণ্য
গ. ভোক্তার আয় ঘ. কাঁচামাল
২। প্রতিবেদনের কোন অংশে সারণি ও চিত্র উপস্থাপন করা হয়?
ক. ভূমিকা খ. গ্রন্থ বিবরণী
গ. নির্ঘণ্ট ঘ. তথ্য বিশ্লেষণ
৩। ব্যবসায়ের প্রধান উপাদান কী?
ক. শ্রম খ. পণ্য
গ. সুনাম ঘ. অর্থ
৪। ব্যবসায় পরিকল্পনার কোন পর্যায়ে বাজার সমীক্ষা করা হয়?
ক. প্রকল্প প্রণয়ন
খ. মূল্যায়ন
গ. প্রাক-নির্বাচনী
ঘ. প্রকল্প চিহ্নিতকরণ
৫। বাংলাদেশ শ্রম আইন কত সালে প্রবর্তন করা হয়েছে?
ক. ২০০১ সালে খ. ২০০৩ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০০৬ সালে
৬। প্রতিবেদনের বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে কোনটি?
ক. উপসংহার ও সুপারিশমালা
খ. গ্রন্থ বিবরণী
গ. তথ্য বিশ্লেষণ
ঘ. পরিদর্শন পদ্ধতি
৭। ক্ষুদ্র ব্যবসায়ের জন্য ‘ব্যর্থতায় অর্থ সংকট’ কোন ধরনের অসুবিধা?
ক. ব্যক্তিগত খ. পেশাগত
গ. সামাজিক ঘ. পারিবারিক
৮। সঠিক ব্যবসায় বাছাইয়ে কোন পরিবেশ বড় ভূমিকা পালন করে?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. প্রাকৃতিক ঘ. অর্থনৈতিক
৯। ধর্মীয় অনুভূতি কোন পরিবেশের অন্তর্গত?
ক. অর্থনৈতিক খ. সাংস্কৃতিক
গ. প্রাকৃতিক ঘ. আইনগত
১০। কোনটি উদ্যোক্তার মনস্তাত্তি্বক বৈশিষ্ট্য?
ক. নেতৃত্ব খ. প্রতিশ্রুতি
গ. বয়স ঘ. পেশাগত অভিজ্ঞতা
১১। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ কমতে থাকলে একক প্রতি স্থায়ী ব্যয়ের ওপর কী প্রভাব পড়ে?
ক. হ্রাস পায়
খ. অপরিবর্তিত থাকে
গ. বৃদ্ধি পায়
ঘ. সমানুপাতিক হারে বাড়ে
১২। আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কে কাজে প্রয়োগ করেন?
ক. উদ্যোক্তা খ. আবিষ্কারক
গ. প্রয়োগকারী ঘ. উদ্ভাবনকারী
১৩। প্রতিবেদন প্রস্তুতের সময় বিষয়বস্তুর প্রতি লক্ষ রাখা প্রয়োজন। কারণ এতে-
i. তথ্য ও উপাত্ত সংগ্রহ ফলপ্রসূ হয়
ii. প্রতিবেদন প্রণয়ন সহজ হয়
iii. প্রতিবেদন প্রণয়নে নির্ভুল তথ্য নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কিসের ওপর প্রকল্পের সফল বাস্তবায়ন নির্ভর করে?
ক. প্রকল্প ধারণার উৎস নির্ধারণ
খ. সঠিক পণ্য নির্বাচন
গ. প্রকল্প চিহ্নিতকরণ
ঘ. প্রকল্প ধারণা উন্নয়ন
১৫। একটি ব্যবসায় প্রতিষ্ঠান অল্প সময়ে লোকসান হওয়ার কারণ-
ক. নিম্নমানের পণ্য তৈরি
খ. মুনাফা কম
গ. সঠিকভাবে হিসাব না রাখা
ঘ. প্রতিযোগিতায় টিকতে না পারা
১৬। সরকারি নীতি অনুযায়ী শিল্পোন্নয়নের সুষম বিকাশের ক্ষেত্রে সমগ্র দেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১৭। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অধীনস্থদের দিয়ে কাজ করিয়ে নেওয়াকে কী বলে?
ক. সংগঠন খ. প্রকল্প
গ. পরিকল্পনা ঘ. ব্যবস্থাপনা
১৮। আত্মকর্মসংস্থান অপেক্ষা চাকরি পছন্দনীয় কেন?
ক. পর্যাপ্ত ছুটি
খ. সামাজিক মর্যাদা
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. চাকরির নিরাপত্তা
১৯। সেবামূলক ব্যবসায়ের অন্তর্ভুক্ত-
i. অ্যাম্বুল্যান্স
ii. ক্লিনিক
iii. ফার্মেসি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। প্রতি পঞ্জিকা বছরে একজন শ্রমিকের উৎসব ছুটি কত দিন?
ক. ১০ দিন খ. ১১ দিন
গ. ১৪ দিন ঘ. ২৮ দিন
২১। কোন ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে দ্বৈত কর রেয়াতের ব্যবস্থা রয়েছে?
ক. হাঁস-মুরগির খামারে
খ. তৈরি পোশাক শিল্পে
গ. বৈদেশিক বিনিয়োগে
ঘ. কুটির শিল্পে
২২। নিচের কোনটি উৎপাদনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত?
ক. পণ্য ক্রয় খ. পরিবহন
গ. জ্বালানি ঘ. বেতন
২৩। নিচের কোনটি কেনাবেচামূলক ব্যবসায়?
ক. হোটেল
খ. পরিবহন
গ. আসবাবপত্র তৈরি
ঘ. মুদি দোকান
২৪। দক্ষ শ্রমিকের সহজলভ্যতা ব্যষ্টিক নির্বাচনের কোন দিকের অন্তর্গত?
ক. কারিগরি খ. বাণিজ্যিক
গ. আর্থিক ঘ. বাজারজাতকরণ
২৫। কারখানা নির্মাণ ও সম্প্রসারণের জন্য কার অনুমতি নিতে হয়?
ক. জেলা প্রশাসক
খ. প্রধান পরিদর্শক
গ. পরিদর্শক
ঘ. পৌরসভা কর্তৃপক্ষ
২৬। বাংলাদেশে বহাল মাতৃত্ব কল্যাণ আইন কত সালের?
ক. ১৯২৩ খ. ১৯৩৬
গ. ১৯৩৯ ঘ. ১৯৬৯
২৭। পণ্য উৎপাদনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলে?
ক. চাহিদা খ. প্রকল্প
গ. বাজার জরিপ ঘ. উৎপাদন
২৮। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলির অন্তর্গত?
i. বীমা প্রিমিয়াম প্রদান
ii. শেয়ার ক্রয়
iii. ঋণদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। হিসাবচক্রের সর্বশেষ ধাপ কোনটি?
ক. রেওয়ামিল
খ. আর্থিক বিবরণী বিশ্লেষণ
গ. আর্থিক বিবরণী তৈরি
ঘ. জাবেদাকরণ
৩০। সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে যে বিষয়ে কার্যক্রম গ্রহণ করা যায় তা হলো-
i. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি
ii. পণ্যের সঠিক মূল্য নির্ধারণ
iii. মুনাফা পরিকল্পনা প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। কোনো শ্রমিকের কর্মঘণ্টা ওভারটাইমসহ সপ্তাহে সর্বোচ্চ কত ঘণ্টার বেশি হবে না?
ক. ৬৪ খ. ৬০
গ. ৫৮ ঘ. ৪৮
৩২। কোনো শিল্পপ্রতিষ্ঠানের মেশিনারি ও প্ল্যান্টের প্রকৃত মূল্যের শতকরা কত ভাগ বিনিয়োগ ভাতা দেওয়া হয়?
ক. ১০০ খ. ৮০
গ. ২৫ ঘ. ২০
৩৩। নিচের কোনটি চলতি পুঁজির উৎস?
ক. ব্যবসায় ঋণ
খ. লিজিং কম্পানি
গ. ব্যবসায় সঞ্চিতি তহবিল
ঘ. মাইডাস
৩৪। প্রকল্প প্রণয়ন পর্যায়ে বিবেচনা করা হয়-
i. বাজার সমীক্ষা
ii. বিনিয়োগের ফলাফল
iii. কারিগরি দিক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. সময়গত খ. স্থানগত
গ. অর্থগত ঘ. ঝুঁকিগত
৩৬। যারা কম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন, তাঁদের কী বলা হয়?
ক. পরিচালক
খ. প্রবর্তক
গ. ব্যবস্থাপক
ঘ. ব্যবস্থাপনা পরিচালক
৩৭। আমাদের দেশে কাম্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ-
i. পরিকল্পনাবিহীন উন্নয়ন
ii. প্রশিক্ষণের অভাব
iii. জনসংখ্যা বৃদ্ধির দুর্বার গতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। আয়ের ওপর ভিত্তি করে ভোক্তাদের কয় শ্রেণীতে ভাগ করা হয়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৯। নিচের কোন প্রতিষ্ঠানটি শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়?
ক. সিআইই খ. বিসিএসআইআর
গ. বিটাক ঘ. বিএসটিআই
৪০। বাজারে প্রতিযোগীদের সংখ্যা যাচাই করা ব্যষ্টিক নির্বাচনের কোন দিকের অন্তর্গত?
ক. বাণিজ্যিক খ. আর্থিক
গ. কারিগরি ঘ. বাজারজাতকরণ
উত্তরগুলো মিলিয়ে নাও :
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. ঘ ৩১. খ ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. ঘ
মডেল টেস্টটি প্রস্তুত করেছেন- মো. মাজেদুল হক খান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
সূত্র : কালের কণ্ঠ, পড়ালেখা (১৩.১.২০১৪)

Rate this post