২০২১ সালের এসএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৩০ ডিসেম্বর তারিখে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে তিনি নিশ্চিত করেছেন।
২৮ ডিসেম্বর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা ক্যাডারের ১৬৪তম বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই স্থানে নতুন শিক্ষাবর্ষের (২০২২) বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসএসসি ও সমমানের ফলাফল সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের তারিখ হিসেবে ২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২১ তারিখ প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ড। পরে, ২৮ থেকে ৩১ ডিসেম্বর তারিখ প্রস্তাব করা হয়। অবশেষে ৩০ ডিসেম্বর তারিখের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার এই তারিখে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এদিকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ জানুয়ারি ২০২২ থেকে।
ইতোমধ্যে ফলাফল প্রস্তুতের কাজও শেষ হয়ে গেছে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ
৩০ ডিসেম্বর ২০২১ তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের উদ্বোধন ও আনুষ্ঠানিক ঘোষণার পর দুপুর থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে এসএসসির মার্কশিট ও নম্বর (জিপিএ) জানা যাবে।
এসএসসি রেজাল্ট 2021 সকল বোর্ড
পরীক্ষা : | এসএসসি ও সমমান ২০২১ |
এসএসসি ফলাফলের তারিখ : | ৩০ ডিসেম্বর ২০২১ |
এসএসসি রেজাল্ট জানার ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
মোট পরীক্ষার্থী : | ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন |
মোট শিক্ষা বোর্ড : | ৯টি |
এর আগে, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা ইতোপূর্বে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই সেই লক্ষ্যেই কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৩ নভেম্বর ২০২১ তারিখে।
সূত্র জানায়, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্যই প্রতিটি পরীক্ষা শেষ হওয়ার পরপরই পরীক্ষকদের কাছে উত্তরপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়ভিত্তিক খাতার নম্বরও বোর্ডে জমাদেয়া হয়েছে। এ বছর স্বতন্ত্র একটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হচ্ছে ফলাফল। ফলাফল তৈরির কাজও শেষ।
উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয়ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে। ১৪ নভেম্বর এই পরীক্ষা শুরুর দিনই শিক্ষামন্ত্রী বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। সেই হিসেবে পরীক্ষা শেষ হওয়ার এক মাস পূর্ণ হয় ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC<space>বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখে<space> Roll<space>2021 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা SSC টাইপ করার পর স্পেস দিয়ে Tec লিখে রোল স্পেস পরীক্ষার সাল টাইপ করবেন।
মেসেজ অপশনে গিয়ে এসএমএস লেখার উদাহরণ বা ফরমেট :
SSC Dha 123456 2021
Dakhil Mad 123456 2021
SSC Tech 123456 2021
শিক্ষা বোর্ডের শর্ট কোড বা নামের ১ম ৩ ডিজিট
- Dhaka Board= DHA
- Barisal Board= BAR
- Sylhet Board= SYL
- Comilla Board= COM
- Chittagong Board= CHI
- Rajshahi Board= RAJ
- Jessore Board= JES
- Dinajpur Board= DIN
- Madrasah Board= MAD
- Technical Board= TEC
এসএসসি ফলাফল দেখার ওয়েবসাইট
সব বোর্ডের এসএসসি ও সমমানের ফলাফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

যেভাবে এসএসসির নাম্বার বা গ্রেড নির্ধারণ করা হবে
এসএসসি ফলাফল ২০২১ – বিজ্ঞান শাখার নম্বর বিভাজন :
ঢাকা বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বলা হয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষার রচনামূলক অংশে শিক্ষার্থীদের ৩২ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে রচনামূলক ২০ আর নৈর্ব্যক্তিক অংশে ১২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের।
বিজ্ঞান বিভাগের রচনামূলক অংশে ৮টি প্রশ্ন থাকলেও যেকোনো ২টির উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। ১০ করে ২০ নম্বর। নৈর্ব্যক্তিক অংশে ২৫টি প্রশ্নের মধ্যে ১২টির উত্তর দিতে হবে। এখানে নম্বর ১২। মোট ৩২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে এসএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের।
জানা গেছে, বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়ের তত্ত্বীয় (সৃজনশীল/রচনামূলক) অংশের ২০ নম্বরকে ৫০ ও নৈর্ব্যক্তিক/এমসিকিউ’র ১২ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে। বাকি ২৫ নম্বর ব্যবহারিকে। এভাবে নেয়া পরীক্ষার প্রতিটি বিষয়ের নাম্বারকে ১০০ নম্বরে রূপান্তর করে মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।
এস এস সি ফলাফল ২০২১ – মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নম্বর বিভাজন :
এসএসসির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যক্তিকে ১৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে যেকোনো ৩টির। প্রতিটির মান ১০। নৈর্ব্যক্তিকে ৩০টি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে ১৫টির। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে মোট ১৫।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৩০ নম্বরকে ৭০ ও নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের মোট নম্বর নির্ধারণ করবে বোর্ড।
উল্লেখ্য, এসএসসির মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রতিটি বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে হয়েছে। তত্ত্বীয় (রচনামূলক/সৃজনশীল) পরীক্ষার জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট ও নৈর্ব্যক্তিক/এমসিকিউ-এর জন্য সময় ১৫ মিনিট বরাদ্দ ছিল।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক
Dhaka Board : | https://dhakaeducationboard.gov.bd |
Comilla Board : | https://comillaboard.portal.gov.bd |
Barisal Board : | https://barisalboard.portal.gov.bd |
Sylhet Board : | https://sylhetboard.gov.bd |
Chittagong Board : | https://web.bise-ctg.gov.bd/bisectg |
Jessore Board : | https://www.jessoreboard.gov.bd |
Rajshahi Board : | http://www.rajshahieducationboard.gov.bd |
Dinajpur Board : | http://dinajpureducationboard.gov.bd |
Madrasa Board : | http://www.bmeb.gov.bd |
Bangladesh technical education board (BTEB) : | http://www.bteb.gov.bd |
এস এস সি রেজাল্ট ২০২১ কবে দিবে – ssc result 2021 update news [ Video ]
আরো পড়ুন >> একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৫ থেকে ২২ জানুয়ারি ২০২২
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
গ্রেডিং পদ্ধতি কেমন হবে 2021 এস এস সি 2021?