এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, জানিয়েছে শিক্ষা বোর্ড
২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কবে, জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রস্তুতি চলছে। ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার ১৭ নভেম্বর ২০২২ তারিখে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনাও ইতোমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এরপর সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২২
পরীক্ষা : | মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান |
সাল : | ২০২২ |
পরীক্ষার্থী : | ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন |
পরীক্ষার তারিখ : | ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২ |
ফলাফলের ওয়েবসাইট : | http://www.educationboardresults.gov.bd |
পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।
এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গত ২৫ অক্টোবর গণমাধ্যমকে জানান, ফলাফল প্রকাশের সম্ভাবনা ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। এই তারিখগুলোর মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই এসএসসি ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC<space>বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখে<space> Roll<space>2021 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা SSC টাইপ করার পর স্পেস দিয়ে Tec লিখে রোল স্পেস পরীক্ষার সাল টাইপ করবেন।
মেসেজ অপশনে গিয়ে এসএমএস লেখার উদাহরণ বা ফরমেট :
SSC Dha 123456 2021
Dakhil Mad 123456 2021
SSC Tech 123456 2021
শিক্ষা বোর্ডের শর্ট কোড বা নামের ১ম ৩ ডিজিট
- Dhaka Board= DHA
- Barisal Board= BAR
- Sylhet Board= SYL
- Comilla Board= COM
- Chittagong Board= CHI
- Rajshahi Board= RAJ
- Jessore Board= JES
- Dinajpur Board= DIN
- Madrasah Board= MAD
- Technical Board= TEC
এসএসসি ফলাফল দেখার ওয়েবসাইট
সব বোর্ডের এসএসসি ও সমমানের ফলাফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক
Dhaka Board : | https://dhakaeducationboard.gov.bd |
Comilla Board : | https://comillaboard.portal.gov.bd |
Barisal Board : | https://barisalboard.portal.gov.bd |
Sylhet Board : | https://sylhetboard.gov.bd |
Chittagong Board : | https://web.bise-ctg.gov.bd/bisectg |
Jessore Board : | https://www.jessoreboard.gov.bd |
Rajshahi Board : | http://www.rajshahieducationboard.gov.bd |
Dinajpur Board : | http://dinajpureducationboard.gov.bd |
Madrasa Board : | http://www.bmeb.gov.bd |
Bangladesh technical education board (BTEB) : | http://www.bteb.gov.bd |
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।