এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। ৩ ফেব্রুয়ারি সারা দেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগে অষ্টম শ্রেণি থেকে সহজেই নবম শ্রেণিতে ওঠা যেতো। এ কারণে এসএসসি পরীক্ষায়ও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশ নিতো। এখন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় পাশ করেই কেবল নবম শ্রেণিতে ভর্তি হওয়া যায়। পরবর্তিতে এরাই কেবল এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে। এ জন্য পরীক্ষার্থী সংখ্যা কমেছে।
২০১০ সালে জেএসসি পাশ করা শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন। সারা দেশের ২৭ হাজার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24