২০১৩ সালের এসএসসি পরীক্ষার সাজেশন [ঢাকা বোর্ড]
বিষয়: ব্যবসায় পরিচিতি
***প্রথম অধ্যায় : ব্যবসায়ের সংজ্ঞা ও প্রকৃতি
১। ক) শিল্প কাকে বলে?
খ) শিল্প ও বাণিজ্যের মধ্যে সম্পর্ক দেখাও।
গ) জনাব সজল কোন শিল্পের সাথে জড়িত? তার আলোকে বিভিন্ন প্রকার শিল্পের বর্ণনা দাও।
ঘ) সজল ও কাজলকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তার বিচারে এদেশের শিল্পে অনগ্রসরতার কারণগুলো বিশেস্নষণ কর।
২। ক) উৎপাদন বিভাগ কী?
খ) শিল্পের কাজ কী?
গ) যমুনা কসমেটিকস ঢাকার তেজগাঁতে স্থানীয়করণের কারণগুলো লিখ।
ঘ) শ্রম বিভাজনের প্রেৰিতে যমুনা কসমেটিকস কী কী সুবিধা পাবে বলে তুমি মনে কর।
৩। ক) পণ্য বিনিময় ব্যবসায়ের কোন শাখার অনত্মর্ভুক্ত?
খ) অভ্যনত্মরীণ বাণিজ্যের প্রকারভেদ বর্ণনা কর।
গ) পাইকারি ব্যবসায়ের গঠন প্রণালী ব্যাখ্যা কর।
ঘ) ‘আর্থ-সামাজিক উন্নয়নে খুচরা ব্যবসায় অত্যনত্ম তাৎপর্যপূর্ণ।’_উক্তিটি মূল্যায়ন কর।
৪। বাণিজ্য কী?
খ) বাণিজ্যের শাখাসমূহ কী কী?
গ) মি.জামাল বাণিজ্যের কোন শাখায় জড়িত? ব্যাখ্যা কর।
ঘ) পরিবহন কীভাবে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা কর।
৫। ক) অভ্যনত্মরীণ ব্যবসায় কী?
খ) বৈদেশিক বাণিজ্যের গুরম্নত্বপূর্ণ একটি শাখা ব্যাখ্যা কর।
গ) মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েট ব্যবসায়ের কোন শাখায় নিয়োজিত তা বর্ণনা কর।
ঘ) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েটের ভূমিকা মূল্যায়ন কর।
**দ্বিতীয় অধ্যায়: ব্যবসায় পরিবেশ
১। ক) ব্যবসায়ের পরিবেশের সংজ্ঞা দাও।
খ) ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর তালিকা প্রস্তুত কর।
গ) জনাব কাসেমের পশু ব্যবসার সাথে ধমর্ীয় পরিবেশ কতটুকু সম্পৃক্ত ব্যাখ্যা কর।
ঘ) উটগুলোর পরিণতি এমন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ক) ব্যবসায়িক পরিবেশ কী?
খ) ব্যবসায়িক অনুকূল পরিবেশ বলতে কী বুঝ?
গ) সিলেটে চা ব্যবসায় গড়ে ওঠার পরিবেশগত দিক ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের ব্যবসায় এবং রাজনৈতিক পরিবেশ পরস্পর প্রায়ই বিপরীতমুখী ভূমিকা রাখে। মূল্যায়ন কর।
৩। ক) সরকারি নীতিমালা কোন পরিবেশের উপাদান?
খ) আনত্মর্জাতিক সম্পর্ক ব্যবসায়িক পরিবেশের গুরম্নত্বপূর্ণ উপাদান কেন।
গ) ব্যবসায়িক পরিবেশের কোন কোন উপাদান বাংলাদেশের যথেষ্ট পরিমাণে রয়েছে? বিবরণ দাও।
ঘ) ব্যবসায়_বাণিজ্য অগ্রগতির কারণে ট্রানজিটের ভূমিকা কী?_ ব্যাখ্যা কর।
*** তৃতীয় অধ্যায়: আত্মকর্মসংস্থান
১। ক) উদ্যোক্তা দেশের উন্নয়নে কী করেন?
খ) উদ্যোক্তার দুটি মনসত্মাত্তি্বক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ) জোবায়েদ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ) জোবায়েদ তার গৃহীত পেশা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ক) ৰুদ্র ব্যবসায় বলতে কী বোঝ?
খ) চায়ের স্টল কাম স্টেশনারি দোকান দেওয়ার ৰেত্রে পরিকল্পনার প্রথম পদৰেপ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের দুটি বিষয় ব্যাখ্যা কর।
গ) আহাদ আলীর ব্যবসায় প্রতিষ্ঠান লাভজনক হওয়ার পেছনে কারণগুলো চিহ্নিত কর।
ঘ) আহাদ আলীর চায়ের দোকান বন্ধ করে চাইনিজ রেসত্মোরাঁ ব্যবসায় শুরম্ন করা কতটুকু যুক্তিযুক্ত তা মূল্যায়ন কর।
৩। ক) উদ্যোক্তা কে?
খ) ব্যবসায় সংক্রানত্ম কাজের জন্য কীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, তা উলেস্নখ কর।
গ) জহুরম্নল ইসলামের জীবনী থেকে শিৰণীয় কোন কোন বিষয় গ্রহণ করে একজন উদ্যোক্তা সফলকাম হতে পারবে বলে তুমি মনে কর?
ঘ) জহুরম্নল ইসলামের ন্যায় উদ্যোক্তার প্রয়োজনীয়তা বিশেস্নষণ কর।
৪। ক) বেকারত্ব কী?
খ) ‘কর্মসংস্খানের ব্যবস্থা হওয়া’_ বলতে কী বোঝায়?
গ) শামীম কীভাবে আত্মকর্মসংস্থানে সফল হবে?
ঘ) বাংলাদেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে আত্মকমংসংস্থানই অন্যতম হাতিয়ার_বিশেস্নষণ কর।
*** ৫। ক) আত্মকর্মসংস্থান কী?
খ) আত্মকর্মসংস্থানের একটি অন্যতম গুরম্নত্ব ব্যাখ্যা কর।
গ) মাহমুদ সাহেবের সফলতার মূল কারণটি ব্যাখ্যা কর।
ঘ) জনাব মাহমুদ-এর মতো উদ্যোক্তাদের উৎসাহিত করার ৰেত্রে সরকারের পুরস্কার প্রদানের গুরম্নত্ব মূল্যায়ন কর।
*** ৬। ক) রণদা প্রসাদ সাহা কে ছিলেন?
খ) রণদা প্রসাদ সাহার সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের ব্যাখ্যা দাও।
গ) রণদা প্রসাদ সাহা কীভাবে ব্যবসায় সাফল্য লাভ করেছিলেন তা পর্যালোচনা কর।
ঘ) বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে রণদা প্রসাদ সাহার ভূমিকা মূল্যায়ন কর।
*৭। ক) জহুরম্নল ইসলাম কে ছিলেন?
খ) একজন সফল উদ্যোক্তার ২টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ) জহুরম্নল ইসলামের জীবনী থেকে একজন উদ্যোক্তা শিৰা লাভ করতে পারে-বর্ণনা কর।
ঘ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জহুরম্নল ইসলামের মতো উদ্যোক্তার অবদান মূল্যায়ন কর।
*** চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন
** ১। ক) সংগঠন বলতে কী বোঝ?
খ) মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের একটি ধরন ব্যাখ্যা কর।
গ) মাকসুদের ব্যবসায়টির গঠনপ্রণালি বর্ণনা কর।
ঘ) মাকসুদ তার ব্যবসায় পরিচালনার জন্য যে সুদৰ কমর্ী নিয়োগ করতে চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
** ২। ক) চুক্তি বলতে কী বোঝ?
খ) অংশীদারি ব্যবসায়ের অসীম দায় ধারণাটির বিবরণ দাও।
গ) অপু জুনু ও হেলাল তাদের প্রতিষ্ঠানটি কীভাবে নিবন্ধন করবে?
ঘ) কী কী ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য অপু জুনু ও হেলাল তাদের ব্যবসায়টি নিবন্ধনের সিদ্ধানত্ম নিল বলে তুমি মনে কর।
*৩। ক) রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?
খ) এ ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
গ) দেশের সম্পদ সংরৰণ ও জনকল্যাণে রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা কতটুকু বর্ণনা কর।
ঘ) “রাষ্ট্রীয় ব্যবসায়ের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে”_ ব্যাখ্যা কর।
*** ৪। ক) সমবায় সংগঠনের সংজ্ঞা দাও।
খ) কোন কোন উপায়ে শিল্পজাত পণ্য বাজারজাত করা যায়?
গ) শিবপুরের তাঁতীরা তাদের বস্ত্রের ন্যায্যমূল্য পাচ্ছিল না কেন?
ঘ) ‘তাঁতবস্ত্র বাজারজাতকরণে সমিতি গঠনই সবচেয়ে উত্তম উপায়’-ব্যাখ্যা কর।
*** ৫। ক) কোম্পানির মূলতন্ত্র কী?
খ) পাবলিক লিঃ কোং এবং প্রাইভেট লিঃ কোং-এর দুটি পার্থক্য লিখ।
গ) আলফা লিঃ কোং-টির কী কী অসুবিধা হতে পারে বলে তুমি মনে করো তা উলেস্নখ কর।
ঘ) গামা কোম্পানির সুবিধাসমূহ মূল্যায়ন কর।
* ৬। ক) সমবায় সংগঠন কাকে বলে?
খ) সমবায় সংগঠনের মূলমন্ত্রগুলো কী কী?
গ) সাদমান এবং আদনান ব্যবসায় গঠন করে কী কী সুবিধা পেতে পারে?
ঘ) সাদমান ও আদনান অংশীদারি ব্যবসায় গঠনের সফলতার ৰেত্রে পৰে বিপৰে যুক্তি দেখাও।
*** ৭। ক) যৌথমূলধনী কোম্পানি কাকে বলে?
খ) উলিস্নখিত কোম্পানিটি কোন ধরনের যৌথমূলধনী কোম্পানি?
গ) কোম্পানিটি কীভাবে গঠিত হয়েছে?
ঘ) উলিস্নখিত কোম্পানি সংগঠনটির সাথে অংশীদারি ব্যবসায়ের কী কী অমিল রয়েছে বলে তুমি মনে কর?
** পঞ্চম অধ্যায়: বাজারজাতকরণ
*** ১। ক)বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
খ) বাজারজাতকরণের একটি গুরম্নত্বপূর্ণ কাজ কী বর্ণনা কর।
গ) বাংলাদেশে কাঁচা পাট কীভাবে বাজারজাত হয় বর্ণনা কর।
ঘ) আমাদের পাটের মতো অন্যান্য কৃষি পণ্য বাজারজাতকরণের ৰেত্রে সরকার কী ভূমিকা রাখে বর্ণনা কর।
*** ২। ক) বাজারজাতকরণ কী?
খ) গুদামজাতকরণের প্রয়োজনীয়তা উলেস্নখ কর।
গ) ভুট্টার প্রকৃত দাম পাওয়া জন্য বশির সাহেব কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
ঘ) স্থানীয় পাইকারের নিকট সরাসরি ভুট্টা বিক্রয় না করে বিকল্প পদ্ধতিতে বিক্রয়ের ফলে তিনি কী কী সুবিধা ও অসুবিধা ভোগ করতে পারেন?
* ৩। ক) গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
খ) কৃষিপণ্যের ৰেত্রে গুদামজাতকরণ আবশ্যক কেন? (ক্রমশ)
গ) জনাব জাকিরের কাজ দ্বারা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্যতা কীভাবে রৰা পায় ব্যাখ্যা কর।
ঘ) বাজারজাতকরণের মাধ্যমে কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় বর্ণনা কর।
*** ৪। ক) গুদামজাতকরণ কী?
খ) আলুর বাজারজাতকরণের প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে হিমাগারে সংরৰণ গুরম্নত্বপূর্ণ কেন তা বর্ণনা কর।
ঘ) নওগাঁর হিমাগারে আলুর যথাযথ সংরৰণে কী কী পদৰেপ নেওয়া যায় তা ব্যাখ্যা কর।
** ৫। ক) বাজারজাতকরণ কী?
খ) গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
গ) স্ট্রবেরীর প্রকৃত দাম পাওয়ার জন্য নুরম্নল হাকিম কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
ঘ) কৃষিপণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
*** ৬। ক) বাজারজাতকরণ কাকে বলে?
খ) বাজারজাতকরণের লৰ্যে কী কী কাজ করা হয়?
গ) নবাবপুরের তাঁতীরা কেন বাজার সম্প্রসারণর উদ্যোগ গ্রহণ করেছেন?
ঘ) বাজার বৃদ্ধির জন্য তারা কী কী কর্মসূচী গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর?
সাজেশনটি প্রস্তুত করেছেন: এস এম আহসান হাবিব, শিক্ষক, রোটারী স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিল, অটোপাসের সিদ্ধান্ত
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
নগদ কি বন্ধ হয়ে যাবে? কি বলছে কর্তৃপক্ষ
*#62# কিসের কোড, call forwarding এ অপরিচিত নাম্বার? কি করবেন
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
সরকারি ক্যালেন্ডার ২০২৩ [ছুটির তালিকা সহ govt calendar 2023 Bangladesh]