ক্লাস এসাইনমেন্ট

এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৩০ জুন ঘোষিত বিধি-নিষেধ (লক ডাউন) সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

কঠোর বিধি-নিষেধ (লক ডাউন) জারি থাকবে ১ থেকে ৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত। এসাইনমেন্ট কার্যক্রমও অন্তত এই এক সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে।

এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dshe.gov.bd) ৩০ জুন ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।

ইতোপূর্বে অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কিন্তু লকডাউনের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

গত ২০ মার্চ ২০২১ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসাইনমেন্ট কার্যক্রমের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়।

প্রতি সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের এসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়নব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

সাধারণত সপ্তাহ শুরুর ২ দিন আগে শিক্ষার্থীদের এসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হয় মাউশির ওয়েবসাইটে। সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরি/অনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।

School's Class Assignment Postponed স্কুলের ক্লাস এসাইনমেন্ট স্থগিত
স্কুলের ক্লাস এসাইনমেন্ট স্থগিত
Rate this post

প্রাসঙ্গিক

One Comment

  1. প্রতি সপ্তাহের এসাইমেন্ট সিরিয়াল অনুযায়ী দিবেন
    ২য় সপ্তাহের এসাইমেন্ট প্রত্যক বিষয় অনুযায়ী সিরিয়ালে দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page