ওপেকের স্কলারশিপ


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০১২, ২:৫৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন / ১২
ওপেকের স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের মাস্টার্সে পড়াশোনার জন্য বৃত্তি দিবে আন্তর্জাতিক সংস্থা ওপেক। সংস্থাটি অস্ট্রিয়ার দ্য ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অধীনে ‘ওএফআইডি স্কলার অ্যাওয়ার্ড’ দেয় প্রতিবছর। এ বৃত্তির জন্য নির্বাচিতদের টিউশন ফি, পরীক্ষা ফি, মেডিকেল, আবাসন, শিক্ষা উপকরণ ও বিমান খরচ বহন করবে সংস্থাটি। এছাড়া মাসিক ভাতাও দেওয়া হবে। এ বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ব্যাচেলর কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে, বয়স হতে হবে ২৩ থেকে ৩২-এর মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে ২৮ মে ২০১২ তারিখের মধ্যে। প্রয়োজনীয় কাগজপত্র, সনদ ও পাসপোর্ট স্ক্যান করে আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনের নির্দেশনাসহ বিস্তারিত পাওয়া যাবে ওএফআইডির ওয়েবসাইটে- www.ofid.org। নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৪ জুন।

Rate this post