ওয়ান স্টপ সাভিস সেন্টার উদ্বোধন

আজ (২৭ অক্টোবর ২০১৫) সকালে গাজীপুরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বা সেবা নিতে বিভিন্ন অফিসে ছুটাছুটি করতে হবে না। এক জায়গা থেকেই সব ধরনের সেবা পাওয়া যাবে।
নতুন এ সেন্টারের উদ্বোধনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “সারা দেশের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ও তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে চলছে। এ সেন্টার প্রতিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়ের সেবাদান ব্যবস্থা আরো স্বচ্ছ ও গতিশীল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ও কোষাধ্য অধ্যাপক মো. নোমান উর রশীদ ।