কওমি মাদ্রাসার ৩৬তম পরীক্ষার ফল বৃহস্পতিবার
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) ৩৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হবে বৃহস্পতিবার (১ জুলাই)।
কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১ টায় বেফাকের নিজস্ব কার্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ওই দিন সারাদেশের পরীক্ষার্থীরা বেফাকের ওয়েবসাইটের ( www.befaqbd.com ) মাধ্যমে ফল জানতে পারবে। এছাড়াও মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে টাইপ করতে হবে befaq স্পেস First letter of class (মারহালার ইংরেজি প্রথম অক্ষর যেমন- তাকমিলের T, ফযিলতের F, সানাবিয়ার S , মুতাওয়াসসিতাহর g, ইবতিদাইয়্যাহর M, হিফজ ঐ, কিরাআত ছ ) স্পেস Roll লিখে পাঠাতে হবে ৯৯৩৪ নম্বরে।