বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল অনলাইনের পাশাপাশি এসএমএসেও পাওয়া যাবে। গতকাল এ ফলাফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৬৫ শতাংশ। অনলাইনে ফলাফল পেতে ভিজিট করুন বেফাকের ওয়েবসাইটে- www.befaq-bd.com । এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- befaq স্পেস First letter of class (তাকমিল হলে T, ফজিলত হলে F, সানাবিয়ার হলে S, মুতাওয়াসসিতাহ হলে M, ইবতিদাইয়্যাহ হলে I, হিফজ হলে H, কিরাআত হলে Q) স্পেস Roll লিখে Send করুন 9934 নম্বরে। এবার মুমতায (প্রথম বিভাগ) পেয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪৮৭ জন। প্রসঙ্গত, গত ২৪ জুলাই এ পরীক্ষা শুরু হয়। এতে সাতটি স্তরে ৫৭৬টি কেন্দ্রে অংশ নেয় ৫০,২৬১ জন শিক্ষার্থী।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24