কমনওয়েলথের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা
আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেবে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। বাংলাদেশ ছাড়াও কমনওয়েলথভুক্ত অনেক দেশের শিক্ষার্থীদের ‘কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপ স্কিম’ দেওয়া হয় প্রতিবছর। যুক্তরাজ্য সরকার এবং দেশটির ৬০টি বিশ্ববিদ্যালয় যৌথভাবে বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বিমান ভাড়া, মাসিক ভাতা, ভ্রমণ খরচ বহন করবে যুক্তরাজ্য সরকার। এ ছাড়া প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে টিউশন ফিসহ সংশ্লিষ্ট খরচের জন্য বিভিন্ন অঙ্কের বৃত্তি দেওয়া হবে। মাস্টার্সের শিক্ষার্থীরা অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি গবেষণার জন্য ২২৫ পাউন্ড ও শিক্ষা সফরের জন্য বাড়তি ২০০ পাউন্ড ভাতা পাবেন। আবেদনের জন্য শিক্ষার্থীকে ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি ইংরেজিতে দক্ষ হতে হবে। ইংরেজিতে অদক্ষ কিন্তু অন্যান্য যোগ্যতা আছে_এ ক্ষেত্রে নির্বাচিতদের ইংরেজি ভাষা কোর্সে অংশ নেওয়ার সুযোগ দেবে কর্তৃপক্ষ। আবেদন করা যাবে অনলাইনে ইলেকট্রনিক অ্যাপলিকেশন পদ্ধতিতে। স্কলারশিপের সংখ্যা ও আবেদনের শেষ সময় বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভিন্ন, তাই বিস্তারিত জানতে প্রসপেক্টাস দেখে নিন। প্রসপেক্টাস, আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কিত অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে এ লিংকে- http://cscuk.dfid.gov.uk/apply/shared-scholarships/info-candidates
– হাবিবুর রহমান তারেক
[ সূত্র : কালের কণ্ঠ ।। সিলেবাসে নেই ।। ৪ এপ্রিল ২০১২ ]