চাকরির খবর
কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ৮০৮টি

কমিউনিটি ক্লিনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৫ ক্যাটাগরিতে মোট ৮০৮ জন নিয়োগ দেবে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)। আবেদন করতে হবে অনলাইনে ১০ এপ্রিল সকাল ১০টা থেকে ৯ মে ২০২২ বিকাল ৫টার মধ্যে।
এক নজরে :
পদের সংখ্যা
- অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর – ২টি
- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) – ৭৯৭টি
- স্টোর কিপার – ১টি
- গাড়ী চালক – ৫টি
- অফিস সহায়ক (এমএলএসএস) – ৩টি
প্রার্থীর বয়স
১০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের লিংক : http://cbhc.teletalk.com.bd
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে : www.communityclinic.gov.bd
Community clinic job circular 2022

আমি জিএসসি পাস আমি জব করতে চাই আমি বিবাহিতা
আমি ইন্তার পাস আমি জব করতে চাই
Ami master pas Amar akta government job dorker deo jabbe kii.. the jogajog koriyyen
আমি ডিগ্রি পাশ করছও,,আমার একটা ভালো জব দরকার, সরকারি বেসরকারি যেকোন একটা হলেই হবে,,কিন্তু জবটা খুব দরকার।
আমি এসএসসি পাস আমার চাকরি খুব দরকার