কমিউনিটি রেডিও চালুর উদ্যোগ নেবে জাবি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের খবর প্রচারের জন্য কমিউনিটি রেডিও চালুর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিথির ভাষণে জাবি’র উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তথ্য প্রবাহ নিশ্চিতের ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন, “যে সমাজে তথ্য প্রবাহ যতো স্বাধীন, সে সমাজে দারিদ্র ততো কমবে এবং দুর্নীতি রোধ করা যাবে।”
তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দেয়ার আহ্বান করেন।