শিক্ষা বার্তা

করোনা টিকার জন্য প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির নির্দেশ

করোনা টিকার জন্য প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের টিকা দেয়ার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি বা তথ্য এন্ট্রির নির্দেশনা জারি করা হয়েছে।

১২ জুলাই ২০২২ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালকের (বিদ্যালয়-২) স্বাক্ষর করা অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্তমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্ম সনদের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় বলা হয়, এখনো যেসব শিশু শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই, তাদের জরুরি ভিত্তিতে জন্মনিবন্ধন করতে হবে। এরপর জন্মনিবন্ধন তথ্য প্রধান শিক্ষক যাচাই করে সংরক্ষণের উদ্যোগ নেবেন। একইসঙ্গে উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার সংরক্ষিত তথ্যাদি যাচাই করে পরবর্তীতে ‘শিক্ষার্থীদের প্রোফাইল’ তৈরির সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিত করবেন।

ছাত্র-ছাত্রীদের জন্মসনদ বিদ্যালয়ে সংরক্ষণ নিশ্চিত করে ২৫ জুলাই ২০২২ তারিখের মধ্যে ‘শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি’র সফটওয়্যারে এন্ট্রি দিতে অনুরোধ করা হয়েছে অফিস আদেশে।

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page