করোনা টিকা নিবন্ধন কিভাবে করবেন


master জানুয়ারি ২৫, ২০২১, ১১:৫৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৫ অপরাহ্ন
করোনা টিকা নিবন্ধন কিভাবে করবেন

অনলাইনে করোনা টিকা নিবন্ধন করা যাবে অনলাইনে। ‘সুরক্ষা’ প্লাটফর্মের (ওয়েবসাইট ও অ্যাপ) মাধ্যমে করোনা টিকা প্রদান নিবন্ধন ও কার্যক্রম ব্যবস্থাপনা করা হবে। বাংলাদেশে ৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ হতে ৭,৩৪৪টি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। করোনা টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ে এই টিকা নিতে হবে।

করোনা টিকা নিবন্ধন ৩ ধাপে :
১. অনলাইনে নিবন্ধন : প্রথমে বাংলাদেশি নাগরিকরা প্রথমে http://www.surokkha.gov.bd ওয়েবসাইট/পোর্টালে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবে।

২. SMS নোটিফিকেশন : অনলাইনে নিবন্ধনকৃত নাগরিকগণ তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে বার্তা পাবেন।

৩. টিকা কেন্দ্রে টিকা গ্রহণ : নাগরিকগণ মুঠোফোনে বার্তা প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবে।

নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ ও টিকা কার্যক্রম সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসার উত্তরও www.surokkha.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App