গতবারের মতো এবারও একাদশে শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হবে এসএমএসে। টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের পাশাপাশি ফিও জমা দেওয়া যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD টাইপ করতে হবে, এরপর স্পেস দিয়ে কাঙ্ক্ষিত কলেজের EIIN নম্বর লিখে আবার স্পেস, এরপর কাঙ্ক্ষিত গ্রুপের প্রথম অক্ষর (যেমন বিজ্ঞান হলে S, মানবিক হলে H, ব্যবসায় শিক্ষা হলে B) টাইপ করে স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল স্পেস, শিফটের নাম স্পেস (যেমন মর্নিং হলে M, ডে হলে D, ইংরেজি মাধ্যম হলে E, শিফট না থাকলে N), সবশেষে কোটার নাম (মুক্তিযোদ্ধা হলে FQ, কর্মকর্তা, কর্মচারী, গভর্নিং বডির সন্তানদের বেলায় EQ, অন্যদের বেলায় অপশনে কিছু লেখার দরকার নেই) লিখে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একজন শিক্ষার্থী একাধিক কলেজে বা একই কলেজের একাধিক গ্রুপে আবেদন করতে পারবে, তবে তাকে পৃথকভাবে মেসেজ পাঠাতে হবে।
এসএমএসে ভর্তির আবেদন গ্রহণ ১২ মে ২০১২ থেকে ৬ জুন ২০১২ তারিখ পর্যন্ত। বিস্তারিত এ লিংকে- https://edudaily24.com/wp-content/uploads/college_admission_2012_teletalk.jpg
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24