জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার প্রক্রিয়া :
# ১ম বর্ষ ফাইনাল পরীক্ষার পরে ট্রান্সফার হওয়া
যায়, ২য় বর্ষ এমনকি ৩য় বর্ষ পর্যন্ত ট্রান্সফার হওয়া
যায়।
# পুরাতন কলেজের প্রিন্সিপাল এর নিকট লিখিত আবেদন করতে হবে। তার সাক্ষর আবেদন ফরমে থাকতে হবে, তাছাড়া ট্রান্সফার হওয়া যাবে না।
# প্রিন্সিপাল অনুমিত ফ্রমটি নতুন কলেজে দেখাতে হবে,তারপর সিট খালি থাকা সাপেক্ষে
আরেকটি ফ্রম দিবে।
# খালি সিট এর সংখ্যার চেয়ে আবেদন বেশি পড়লে ১ম বর্ষ, ২য় বর্ষ এর ফলাফল এর রেজাল্ট বিবেচনা করে।
# নতুন কলেজে গ্রহণযোগ্য বিবেচিত হলে আরেকটি ফ্রম দিবে।,ফ্রম নিশ্চিত হলে পুরাতন
কলেজের সব বকেয়া টাকা,সার্টিফিকেট, মার্কশীট নিতে হবে। (প্রাইভেট কলেজ হলে ২য় বর্ষ বা ৩য় বর্ষের সব টাকা পরিশোধ করতে হবে)
# এসএসসি ও এইচএসসির কাগজপত্রসহ ফরম পূরণ করে নতুন
কলেজে জমা দিতে হবে
# জমা দিতে সময় ভর্তি ফি এবং সেকশন ফি জমা দিতে
হবে (যদি আগের কলেজে পরিশোধ না করা হয়)
# আপনার কাজ শেষ, ট্রান্সফার এর সকল কাজ শেষ।
# মার্কশিটে নতুন এবং পুরাতন কলেজের নাম
উল্লেখ্য, কলেজ ট্রান্সফার হলেও পরবর্তীতে সার্টিফিকেটে কলেজের নাম উল্লেখ থাকবে না, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ ট্রান্সফার প্রক্রিয়া
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review