কারিগরি বোর্ড : অনলাইনে নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপে্লামা-ইন-কমার্স ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনাকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উদ্দেশ্যে অনলাইনে শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (সংশোধিত) প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসহ ওয়েবসাইটের (www.bteb.gov.bd) মাধ্যমে ১৫/৯/২০১৩ থেকে ৩০/৯/২০১৩ তারিখের মধ্যে অনলাইনে ডাটা এন্ট্রি করে শিক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর এই প্রিন্ট কপি ও রেজিস্ট্রেশন ফি বোর্ডে জমা দিতে হবে। নিবন্ধ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে- www.bteb.gov.bd/notice/CORR_HSC_BM_Online2013__.pdf ।