খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি প্রক্রিয়া শুরু ২৩ সেপ্টেম্বর থেকে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায়। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ নভেম্বর।
আবেদন করতে হবে ৫টি ধাপে। প্রথম ধাপে, www.admission-kuet.ac.bd ওয়েব ঠিকানা থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনে প্রার্থীর ছবিও যুক্ত করতে হবে।
দ্বিতীয় ধাপে,টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
এর পরের ধাপে, ‘মানি রিসিপ্ট’ সংগ্রহ করতে হবে ওপরের সাইট থেকে। চতুর্থ ধাপে, অনলাইন থেকে ‘রিসিপ্ট অব অ্যাপলিকেশন’ প্রিন্ট করতে হবে। এর সঙ্গে দরকারি কাগজপত্র সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ অক্টোবর বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর অনলাইন থেকে ‘এডমিট কার্ড’ সংগ্রহ করতে হবে সর্বশেষ ধাপে।
আরও তথ্যের জন্য ‘ভর্তি বিজ্ঞপ্তি’ পাওয়া যাবে এ লিংকে-http://www.kuet.ac.bd/admission/Admission-Notice%282012-2013%29.pdf
ভর্তি নির্দেশিকা পেতে ক্লিক করুন লিংকটিতে- http://www.kuet.ac.bd/admission/Prospectus-Ban-%282012-2013%29.pdf
কুয়েটে ভর্তি কার্যক্রম শুরু ২৩ সেপ্টেম্বর থেকে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review