কুয়েটে চালু হলো টেক্সটাইল বিভাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এ শিক্ষাবর্ষ (২০১২-২০১৩) থেকে যাত্রা শুরু করলো টেক্সটাইল  ইঞ্জিনিয়ারিং বিভাগ। ব্যাচেলর পর্যায়ের এ বিভাগটিতে এবার ৬০টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। এর ফলে সংরক্ষিত আসন বেড়ে দাঁড়ালো ৭২৫। গত বছর মোট আসন সংখ্যা ছিল ৬৬৫টি।
এর আগে কুয়েট কর্তৃপক্ষ বিভাগ খোলার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে ইউজিসি আবেদন পর্যালোচনা করে কুয়েটে নতুন এ বিভাগটি খোলার অনুমতি দেয়।
নতুন বিভাগ খোলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “কুয়েটে নতুন বিভাগ বাড়ায় আসন সংখ্যাও বেড়েছে।  এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম সেরা প্রকৌশলের বিদ্যাপিঠের পথেই  অগ্রসর হচ্ছে।“
এছাড়াও সম্প্রতি ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) নামে নতুন একটি ইনস্টিটিউট চালু করেছে কুয়েট। আগামী ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।