জেএসসি-জেডিসি চলাকালে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ১৩, ২০১৯, ৮:৫৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন /
জেএসসি-জেডিসি চলাকালে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা

২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ (১৩ অক্টোবর ২০১৯, রবিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।

উল্লেখ্য, আগামী ২ থেকে ১৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Rate this post