ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf


master সেপ্টেম্বর ২২, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf (Cadet college syllabus 2025) নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে। অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করার পর প্রথমে লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরে। এর পর মৌখিক পরীক্ষা (ভাইভা) ও স্বাস্থ্য পরীক্ষা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া হয় অনলাইনে (https://cadetcollegeadmission.army.mil.bd) ।

 

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা পদ্ধতি

 

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে –

  1. লিখিত পরীক্ষা
  2. মৌখিক পরীক্ষা
  3. স্বাস্থ্য পরীক্ষা।

 

লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরে।

 

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার তারিখ

  • লিখিত পরীক্ষা হয় সাধারণত জানুয়ারির প্রথম সপ্তাহে। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।
  • ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

 

 

 

আবেদনের যোগ্যতা

৬ষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস; ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)

 

 

ক্যাডেট ভর্তি পরীক্ষার ধাপ

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে-

  • লিখিত পরীক্ষা – ৩০০ নম্বর;
  • মৌখিক পরীক্ষা – ৫০ নম্বর;
  • স্বাস্থ্য পরীক্ষা।

 

 

 

ক্যাডেট ভর্তি পরীক্ষার নাম্বার বণ্টন

বিষয় নাম্বার
ইংরেজি ১০০
গণিত ১০০
বাংলা ৬০
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ৪০
সর্বমোট নাম্বার = ৩০০

 

 

 

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২৫ / ২০২৪

 

ENGLISH – 100 Marks

1st Paper: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক প্রকাশিত English For Today বইটি।

Grammar :

  • Sentence.
  • Parts of Speech.
  • Gender.
  • Number.
  • Punctuation and use of capital letters.
  • Tense.
  • Subject and Predicate.
  • Agreement of Subject and Verb.
  • Transformation of sentences.
  • Correct form of verbs
  • Contractions.
  • Re-arrange jumbled words to make sentences
  • Spelling.
  • Phrases and Idioms.

Open Ended :
• Paragraph writing.
• Story writing from given outline.
• Comprehension.
• Argumentative Essay.

 

 

 

গণিত – ১০০ নাম্বার

• স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
• অনুপাত ও শতকরা।
• পূর্ণসংখ্যা।
• বীজগণিতীয় রাশি।
• সরল সমীকরণ।
• জ্যামিতির মৌলিক ধারণা।
• ব্যবহারিক জ্যামিতি।
•তথ্য ও উপাত্ত।
• বুদ্ধিমত্তা বিষয়ক অংক।

 

 

বাংলা – ৬০ নাম্বার

ব্যাকরণ
• ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
• শব্দ ও পদ পরিচয়ঃশব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
• লিঙ্গ।
• বচন।
• ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়ােগ।
• কারক।
• বাগধারা।
• এক কথায় প্রকাশ।
• বিরাম চিহ্ন।

নির্মিতি/রচনারীতি

• ভাব-সম্প্রসারণ।
• অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
• অনুধাবন।
• সারাংশ ও সারমর্ম।নিচের লিংক থেকে ডাউনলোড করো!

 

 

বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান – ৪০ নাম্বার

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
  • বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
  • বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
  • বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
  • বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
  • বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
  • খেলাধুলা।
  • সাধারণ বিজ্ঞান।
  • পরিবেশ ও দৈনন্দিন জীবন।
  • তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।

 

 

 

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪ pdf

 

 

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ pdf / Cadet college admission test syllabus

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App