ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার (লিখিত) সিলেবাস

২০১৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার (লিখিত) সিলেবাস প্রকাশিত হয়েছে। ৪টি বিষয়ের ওপর মোট ২০০ নম্বর রাখা হয়েছে মানবণ্টনে।
বিষয়গুলো হলো- ইংরেজি (মান ৬৫), গণিত (৫৫), বাংলা (৪০), বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি ও সাধারণ জ্ঞান (৪০)।
সিলেবাস পাওয়া যাবে এই লিংকে- http://cadetcollege.army.mil.bd/public/syllabus.pdf
ভর্তি আবেদন :
২০১৬ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি আবেদন করতে হবে ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০১৫ তারিখ দুপুর ২টার মধ্যে।
অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে-
http://cadetcollege.army.mil.bd
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে একই সাইটে।