ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি :
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘Impossible is a word to be found in the dictionary of fools’- উক্তিটি কার?
ক. নেপোলিয়ানের খ. হিটলারের
গ. চার্চিলের ঘ. রুজভেল্টের
২। মার্শাল টিটো কোন দেশের নাগরিক?
ক. বুলগেরিয়া খ. তুরস্ক
গ. আলজেরিয়া ঘ. যুগোস্লাভিয়া
৩। ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. আমেরিকা খ. যুক্তরাজ্য
গ. জার্মানি ঘ. ফ্রান্স
৪। চন্দ্রদ্বীপের বর্তমান নাম-
ক. হাতিয়া
খ. সন্দ্বীপ
গ. বরিশাল
ঘ. ভোলা
৫। রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি?
ক. দেশ রক্ষা খ. আইন প্রণয়ন
গ. প্রশাসন পরিচালনা ঘ. শিক্ষা বিস্তার
৬। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির নূন্যতম বয়স হতে হবে-
ক. ২৫ বছর খ. ১৮ বছর
গ. ৩০ বছর ঘ. ২০ বছর
৭। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৮০ সালে
৮। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ক. ব্যারোমিটার খ. মনোমিটার
গ. সিসমোগ্রাফ ঘ. কোনোটিই নয়
৯। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি পায়?
ক. ১৯৯৮ সালে খ. ১৯৯৯ সালে
গ. ২০০০ সালে ঘ. ২০০১ সালে
১০। জাতিসংঘের উদ্দেশ্য-
ক. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
খ. যুদ্ধ বন্ধ করা
গ. সদস্য দেশসমূহের সমস্যার সমাধান করা
ঘ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
১১। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী কত সালে ‘বঙ্গ’ বিজয় করেন?
ক. ১২০৫ সালে খ. ১২১২ সালে
গ. ১২১৫ সালে ঘ. ১২০৪ সালে
১২। কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. দীর্ঘ জীবন
ঘ. বুদ্ধি বিবেচনা
১৩। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. গিনি খ. ঘানা
গ. সেনেগাল ঘ. দক্ষিণ কোরিয়া
১৪। কবে থেকে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়?
ক. ১৯৫৭ সাল খ. ১৯৬৭ সাল
গ. ১৯৭৭ সাল ঘ. ১৯৮৭ সাল
১৫। বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. সৈয়দ আমীর আলী
খ. নওয়াব আব্দুল লতিফ
গ. নওয়াব স্যার সলিমুল্লাহ্
ঘ. স্যার সৈয়দ আহমেদ খান
১৬। ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়-
ক. হজরত আলীর (রা.)
খ. হজরত ওসমানের (রা.)
গ. হযরত ওমরের (রা.)
ঘ. হযরত আবু বকরের (রা.)
১৭। কচুশাকে কোন খাদ্য উপাদান আছে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন-সি
গ. লৌহ ঘ. ক্যালসিয়াম
১৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক. ৩ নম্বর সেক্টর খ. ২ নম্বর সেক্টর
গ. ৪ নম্বর সেক্টর ঘ. ১ নম্বর সেক্টর
১৯। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. হামিদুর রহমান
খ. তানভির কবির
গ. সৈয়দ মঈনুল হোসেন
ঘ. মাযহারুল ইসলাম
২০। ২০১৩ সালে ভারতের কোন ক্রিকেটার ‘ভারতরত্ন’ উপাধি পান?
ক. সৌরভ গাঙ্গুলী খ. মহেন্দ্র সিং ধোনি
গ. অজন্তা মেন্ডিস ঘ. শচীন টেন্ডুলকার
২১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর-
ক. প্যারিসে খ. জেনেভায়
গ. রোমে ঘ. লন্ডনে
২২। ‘গ্রিনল্যান্ড’ কোন মহাদেশে অবস্থিত?
ক. উত্তর আমেরিকায় খ. দক্ষিণ আমেরিকায়
গ. আফ্রিকায় ঘ. ইউরোপে
২৩। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় রাষ্ট্র-
ক. ভারত খ. ভুটান
গ. ইরাক ঘ. নেপাল
২৪। দূরত্বের সবচেয়ে বড় একক-
ক. কিলোমিটার খ. আলোকবর্ষ
গ. পারসেক ঘ. কোনোটিই নয়
২৫। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে-
ক. ২০০০ সালে খ. ২০০১ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ১৯৯৮ সালে
২৬। সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি-
ক. স্টপ ওয়াচ খ. ক্রনোমিটার ঘড়ি
গ. ইলেকট্রনিকস ঘড়ি ঘ. সিজিয়াম ঘড়ি
২৭। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-
ক. সুয়েজ খাল খ. পানামা খাল
গ. পক প্রণালি ঘ. জিব্রাল্টার প্রণালি
২৮। কোন দেশের সরকারপ্রধানকে ‘চ্যান্সেলর’ বলা হয়?
ক. ফিনল্যান্ড খ. জার্মানি
গ. লুঙ্মেবার্গ ঘ. নরওয়ে
২৯। কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক. ইউনিসেফ খ. ইউনেসকো
গ. ইউএনডিপি ঘ. ইউএনএফপিএ
৩০। ‘VGF’ কার্ডের পূর্ণরূপ কী?
ক. Vulnerable Group Food খ. Vulnerable Group Facilities
গ. Vulnerable Group Feeding ঘ. Vulnerable Group Functions
৩১। বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. লর্ড ক্লাইভ খ. লর্ড কর্নওয়ালিস
গ. ওয়ারেন হেস্টিংস ঘ. জন মেয়ার
৩২। ইন্টারপোল কী?
ক. আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা
খ. ফ্রান্সের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী
গ. ইতালির ফুটবল ক্লাব
ঘ. আন্তর্জাতিক পুলিশ সংস্থা
৩৩। কিন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
ক. কুশিয়ারা খ. সুরমা
গ. রূপসা ঘ. মনু
৩৪। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম-
ক. কামরুল ইসলাম
খ. লুই আই কান
গ. ফজলুর রহমান
ঘ. মাযহারুল ইসলাম
৩৫। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন- ক. আলী মর্দান খলজী
খ. তুঘরিল খান
গ. সামছুদ্দিন ফিরোজ
ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী
উত্তরগুলো মিলিয়ে নাও :
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ
– মো. আফ্লাতুন, প্রতিষ্ঠাতা, প্রচেষ্টা ক্যাডেট একাডেমি, আসাদগেট, ঢাকা
সূত্র : কালের কণ্ঠ, ৯/১২/২০১৪
ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি : সাধারণ জ্ঞান
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review