ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশিত হয়েছে। দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২১ শিক্ষার্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অনলাইনে আবেদন করতে হবে ২২ নভেম্বর ২০২০ সকাল ৮টা থেকে ১০ জানুয়ারি ২০২১ বিকাল ৫টার মধ্যে।
অনলাইনে আবেদন করার জন্য ভিজিট করুন https://www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
ওয়েবসাইটে।
আবেদনের যোগ্যতা : ষষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২১ তারিখে); ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)
লিখিত পরীক্ষা হবে ২৯ জানুয়ারি ২০২০ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি-২০২১ :

* ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি-২০২১ : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Cadet%20College%20Admission%20Circular-2021/Cadet_College_Admission_Circular-2021_Y88pV1r.pdf
* ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস-২০২১ (পিডিএফ ফাইল ডাউনলোড লিংক) : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Syllabus%20For%20Cadet%20Admission-2021/Syllabus_For_Cadet_Admission-2021_w0pp5A9.pdf