দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে এখন ছুটির আমেজ। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইতোমধ্যে দূর্গা পূজা ও ঈদুল আজহার ছুটির ঘোষণা করেছে।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে সোমবার থেকে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি জানানো হয়, ক্লাস শুরু হবে ১০ নভেম্বর থেকে। আবাসিক হলের শিক্ষার্থীরা ইতোমধ্যে হল ছাড়তে শুরু করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছুটি শুরু হয়েছে রোববার থেকে। শাবিপ্রবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে শুক্র-শনি সাপ্তাহিক ছুটি থাকায় আবাসিক শিক্ষার্থীদের অনেকেই রোববারের আগেই হল ছেড়েছেন।
এদিকে ছুটির মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য ছুটি বাড়ানো হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ১১ নভেম্বর থেকে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হবে।
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মঙ্গলবার থেকে পূজা ও ঈদের ছুটি শুরু হবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24