রেলওয়ে খালাসী পদের কাজ কি ও বেতন কত – এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
নিয়োগদাতা প্রতিষ্ঠান : | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম : | খালাসী |
পদসংখ্যা : | ১,০৮৬টি |
শিক্ষাগত যোগ্যতা : | এসএসসি/সমমান |
বেতন : | ৮,২৫০-২০,০১০ টাকা। |
অনলাইনে আবেদনের লিংক : | br.teletalk.com.bd |
রেলওয়েতে খালাসীর কি কি দায়িত্ব পালন করতে হয়, এর একটি সচিত্র Video নিচে দেয়া আছে।
এসএসসি/সমমানের পাস হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদন চলবে ২০ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে ২৬ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
রেলওয়ের খালাসী পদের কাজ
বাংলাদেশ রেলওয়ের চতুর্থ শ্রেণির পদ “খালাসী”। রেলের মাধ্যমে আসা মালামাল নামানো; ট্রেনের বগি ও ইঞ্জিন রুম পরিষ্কার, স্টেশন পরিস্কার, রেলের পাতের পাথর এলোমেলো বা সরে গেলে সেগুলোর লেভেল সমান করতে হয়।
খালাসী অর্থ কি
- ভারী বস্তু বা মালামাল ওঠানো-নামানোর কাজ করা কর্মচারী বা শ্রমিকদেরই মূলত খালাসী নামে ডাকা হয়। জাহাজ-স্টিমার ও রেলওয়েসহ বিভিন্ন সেক্টরে সাধারণত খালাসী পদে লোক নিয়োগ করা হয়।
- উপমহাদেশে রেলওয়েতে ব্রিটিশ আমল থেকেই খালাসী পদের কর্মচারী নিয়োগ দেয়া হয়। মালামাল ওঠানো-নামানোর কাজ ছাড়াও পরিচ্ছন্নতাসহ কিছু কাজে নিযুক্ত থাকে খালাসীরা।
রেলওয়ের খালাসী পদের বেতন
গ্রেড ও বেতন : সরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে (২০তম গ্রেড) তাঁরা অবস্থান করেন। খালাসিরা সরকারি চাকরিতে চতুসরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপ অর্থাৎ ২০তম গ্রেডে বেতন পান খালাসীরা। এই পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। খালাসিরা সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেও পরিচিত।
★ রেলওয়েতে ১০৮৬ পদে খালাসী নিয়োগ সংক্রান্ত সার্কুলার দেখুন এই লিংক থেকে : https://edudaily24.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7/
★ রেলওয়েতে ৭৬২ পদে পয়েন্টস ম্যান নিয়োগ সংক্রান্ত সার্কুলার দেখুন এই লিংক থেকে : https://edudaily24.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7/
রেলওয়ের খালাসী পদের কাজ কি [ Video ]
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
আমি চট্টগ্রাম রেলওয়ে টিকিট চেক এর পথে চাকরি করতে চাই।?
আমি রাজশাহীতে কাজ করতে চাই
আমি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যে কোনো পদে চাকরি করতে চাই
আমি চেকার হিসাবে কাজ করতে চাই
নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যে কোন স্টেশনে চাকরি চাই প্লিজ কিভাবে আবেদন করতে হবে জানাবেন
আমি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট চেকার হিসেবে কাজ করতে চাই।
Ami
I need this job
আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে টিকিট চেকার হিসেবে কাজ করতে চাই
আমি জামালপুর স্টেশনে টিকিট চেকার হিসাবে কাজ করতে চাই
আমি টিকেট চেকার হিসেবে চাকরি করতে চাই
আমি রংপুরে টিকিট চেকার হিসাবে কাজ করতে চাই।
আমি টিকেট চেকারর হিসেবে কাজ করতে চাই
।এসএস সি পাশে খালাসির কাজ করাবি । পড়ালেখার দাম নাই ।
আমি রাজশাহীতে কাজ করতে চাই
আমি টিকিট চেকার হিসেবে কাজ করতে চাই
আমি রাজশাহীতে কাজ করতে চাই
70% পারসেন্ট কোটা থাকা সত্ত্বেও আমি আজও রেলওয়েতে চাকরি দিতে পারি নাই, চাকরিজীবী ছিল আমার বাবা একজন,তিনি মারা গেছে,আমার নানা একজন বীর মুক্তিযোদ্ধা,সেই সুবাদে আমার রেলওয়েতে 70 পারসেন্ট কোটা আছে,যোগাযোগ করবেন যদি কেউ থাকেন আমাকে সাহায্য করার মত,,
আমি একজন ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়তেছি কম্পিউটার বিষয় নিয়ে আমি চাই অনলাইনের মাধ্যমে সব যোগাযোগ রাখে এমন পোষ্ট
ami khulna job korte chai
আমার চাকরি করার খুব ইচ্ছা রেলওয়েতে কিন্তু এপ্লাই করে যায় কিন্তু চাকরি পাই না এবার খালাসী পদে এপ্লাই করেছি দেখা যাক চাকরিটা হয় কিনা আল্লাহ ভরসা